একজন সফল গ্রাফিক্স ডিজাইনার ( A Success Of Graphics Designer)
..............................................................................গ্রাফিক্স ডিজাইন.....................................................................
কে না চায় নিজের ছবিকে নিজের হাতে আর্ট করে ঘরের দেওয়ালে বেঁধে ঝুলিয়ে রাখতে।আর এই কাজটা শুধু একজন গ্রাফিক্স ডিজাইনার এর পক্ষেই কি সস্ভব! গ্রাফিক্স শব্দটির অর্থেই ড্রইং, যার প্রকৃত অর্থ আর্ট। আর পাশে থাকা ডিজাইন শব্দটির অর্থ নকশা বা আর্ট।সহজ কথায় গ্রাফিক্স ডিজাইন বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যার মাধ্যমে যে কোন তথ্য বা ছবি শৈল্পিক উপায়ে উপস্থাপন করা হয়। একজন গ্রাফিক্স ডিজাইনার তার কাজের মাধ্যমে খুব সহজে ব্যবহারকারির মধ্যে প্রভাব ফেলতে পারেন এবং সংক্ষিপ্ত ও নান্দনিক উপায়ে তথ্য পৌছে দিতে পারেন। উইলিয়াম আ্যডিশন উইগিংস সর্ব প্রথম 1922 সালে গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার শুরু করেন। সেই থেকে নিত্য নতুন ডিজাইন নিয়ে এগিয়ে আসছে আমাদের পথচলা।
সুনির্দিষ্টভাবে সেটা বলা সম্ভব না হলেও সমগ্র বিশ্বে যে ডিজিটালাইজেশন প্রক্রিয়া শুরু হয়েছে তাতে গ্রাফিক ডিজাইনের চাহিদা যে অপরিসীম তা খুব সহজেই অনুমেয়। সেজন্যই হয়ত বিশ্বের অসংখ্য মানুষ এই গ্রাফিক ডিজাইনকে পেশা হিসেবে নিয়েছে। তাই বলে এটা ভাববার কোন অবকাশ নেই যে বিশ্বজুড়ে গ্রাফিক ডিজাইনারের চাহিদা পূরণ হয়ে গেছে। তা তো হয়ইনি, বরং এই চাহিদা দিনকে দিন আরও ঊর্ধ্বমুখী। তাইতো অনলাইন জগতে কাজ করতে গেলে প্রথমেই উঠে আসে গ্রাফিক ডিজাইনের নাম।
তবে হ্যাঁ, বাড়তি এই চাহিদার সাথে পাল্লা দিয়ে আরও একটা বিষয় মাথাচাড়া দিয়ে উঠেছে- এখনকার ডিজাইনারদের হতে হবে মানসম্মত। রীতিমত পেশাদার ডিজাইনার না হলে শুধুমাত্র শখের ডিজাইনারদের পক্ষে এখন কাজ পাওয়া বেশ কঠিন। তাই যুগের সাথে তাল মিলিয়ে আজ আপনাকেও হয়ে উঠতে হবে যোগ্যতর। কাজ জানার পাশাপাশি আপনার থাকতে হবে অন্তত একটা ভালো মানের সার্টিফিকেট।
কাজকে সহজ ও সবলীল করার জন্য ধীরে ধীরে তৈরি হচ্চে নিত্য নতুন প্রযুক্তি ও সফটওয়্যার।আজ আমরা পৃথিবীর শীর্ষতম গ্রাফিক্স ডিজাইন এর ক্ষেত্র দায়িয়ে আছি। আমরা একটু চেষ্টার মাধ্যমে বিশ্বকে আরও নুতন ও উন্নতমানের কিছু ডিজাইন উপহার দিতে পারব।
গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আমাদেরকে গ্র্যাজুয়েট ডিগ্রিধারি হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে ইংরেজীতে একটু ভাল করতে পারলে অনেটা ভাল করতে পারবো আশা করা যায়।এই ক্ষেত্রে একজন সফল গ্রাফিক্স ডিজাইনারকে ইংরেজী জানা একান্ত অবশ্যক। বাংলাদেশের তুলনায় বিদেশী রাষ্ট্রগুলোর ডিজাইনারগণ গ্রাফিক্স সম্পর্কে বেশী জ্ঞাত হওয়ার পেছনে ইংরেজীতে দক্ষতা প্রধান।এছাড়া কিছুটা কম্পিউটারের জ্ঞান থাকা চাই।তবে গ্রাফিক্স ডিজাইনে শিক্ষাগত যোগ্যতা থেকে কাজের অভিজ্ঞতা বেশী জরূরী।
..............................................................................Ruhul Amin....................................................................
Ruhul amin (A Perfect Graphics Designer) |
Facebook :
https://www.facebook.com/ruhulamin0231
Contact: +880 1799220802
+880 1531308369
E-mail: ruhulamin0231@gmail.com,
onlineprintmedia2019@gmail.com
Company : Online Print Media
good
ReplyDeleteWow Sundor Post
ReplyDeleteThanks So Much
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBest wishes from Mahin IT Limited. Keep it up.
ReplyDeleteHmm
DeleteThanks
ReplyDelete