Header Ads

HSC Result Rescrutiy/Khata/SMS challenge Application Process 2018-bddesigns24.blogspot.com

# HSC বোর্ড_চ্যালেঞ্জ
_এর_নিয়মাবলিঃ এইচ, এস, সি
পরিক্ষায় যারা ভালো ফলাফল
করেছ, তাদেরকে জানাই আন্তরিক
শুভেচ্ছা ও অভিনন্দন।
আর যারা ভাল পরিক্ষা দেওয়ার
পরেও ভালো ফলাফল পাওনি,
তারা খাতা পুনঃনিরিক্ষনের জন্য
আবেদন করতে পারবে।
পুনঃনিরিক্ষনের আবেদন গ্রহনের
সময়ঃ ২০ জুলাই-২৬ জুলাই
নিয়মঃ
শুধু টেলিটক সিম দিয়ে ফল
পুনঃনিরিক্ষনের আবেদন করা
যাবে। মোবাইল মেসেজ অপশনে
গিয়ে RSC লিখে <space> দিয়ে
বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে
<space> দিয়ে রোল নাম্বার লিখে
আবার <space> দিয়ে সাবজেক্ট কোড
(যে যে পত্রের জন্য আবেদন করতে
ইচ্ছুক সে পত্রের কোড লিখতে হবে)
লিখে sms করো 16222 নম্বরে।
উদাহারনঃ RSC DHA 123456 101
Sms করো 16222 নম্বরে।
একই sms এর মাধ্যমে একাধিক
পত্রের জন্য আবেদন করা যাবে।
এক্ষেত্রে সাবজেক্ট কোড
পর্যায়ক্রমে (,) দিয়ে লিখতে হবে।
যেমন 101, 102, 107, 108
ফিরতি sms এ Pin number প্রদান করা
হবে। তারপর মেসেজ অপশনে গিয়ে
RSC লিখে <space> দিয়ে YES লিখে
<space> দিয়ে Pin number লিখে
<space> দিয়ে contact number(যে
কোনো অপারেটর) লিখতে হবে,
তারপর সেন্ড করো 16222 নাম্বারে
উদাহারনঃ RSC YES 12345 01712345678
পাঠিয়ে দেও 16222 নম্বরে
প্রতিটি পত্রের জন্য আবেদন ফি
১৫০ /= টাকা

No comments

Powered by Blogger.